শিবচরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন, পাসের হার ৬৯%

ডিএম হাবিবুর রহমান :

২০২০ সালের এসএসসি পরীক্ষায় শিবচর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন শিক্ষার্থী। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করতে পারেনি। উপজেলায় পাশের হার ৬৯%। রোববার দুপুরে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিবচর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮ শ ১৬ জন শিক্ষার্থী চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৫৮ জন জিপিএ-৫ সহ মোট ১ হাজার ৯ শ ৪৩ জন পাস করে। পাসের হার ৬৯%। ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে শিবচর নন্দ কুমার ইনষ্টিটিউশন থেকে আর শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ এ সেরা ঃ
১। শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন (১৮ জন জিপিএ-৫)
২। শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (১৫ জন জিপিএ-৫)
৩। পাঁচ্চর উচ্চ বিদ্যালয় (৬ জন জিপিএ-৫)
৪। পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় (৬ জন জিপিএ-৫)
৫। দত্তপাড়া টিএন একাডেমি (৪ জন জিপিএ-৫)
৬। মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয় (৩জন জিপিএ-৫)

পাসের হারে সেরা ঃ
১। সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয় (৯৩.৩৩% পাস)
২।হোগলার মাঠ এসকেপি উচ্চ বিদ্যালয় (৯২.৮৬% পাস)
৩। খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় (৯২.৫৯% পাস)
৪। এরফান ইন্টারন্যাশনাল উচ্চ বিদ্যালয় (৯১.৬৭% পাস)
৫। শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন (৮৯.৮৯% পাস)
৬। শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (৮৯.২৯% পাস)

এছাড়া ভদ্রাসন জি. সি একাডেমি ও রাজারচর উচ্চ বিদ্যালয় থেকে ২জন করে এবং বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় ও হাজী বাছের মৌলভী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানই শতভাগ পাসের গৌরব অর্জন করতে পারে নি।