শিবচরের ভদ্রাসনে ঐতিহ্যবাহী কালী পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা

মিশন চক্রবর্ত্তী ও তুষার সাহা :
শিবচরের ভদ্রাসনের ঐতিহ্যবাহী কালী পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা সম্পন্নের লক্ষে পুলিশ প্রশাসনের সাথে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও শিবচরের ভদ্রাসনে কালী পূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৭ টি মন্ডপে এবারও পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে মন্ডপগুলো আলোকবাতি দিয়ে সাজানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধা থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে শুক্রবার রাত পর্যন্ত। পূজার আনুষ্ঠানিকতা নির্বিঘেœ সম্পন্নের লক্ষে বৃহস্পতিবার সকালে ভদ্রাসন ইউনিয়ন পরিষদে সভার আয়োজন করে পুলিশ প্রশাসন। সভায় প্রতিটি মন্ডপে পুলিশ, গ্রাম পুলিশ ও মন্দিরের স্বেচ্ছাসেবক সদস্যদের নিয়োজিত রাখা, ইউনিয়নের প্রবেশ পথের ৪ টি স্থানে পুলিশ মোতায়ন রাখা, সার্বক্ষনিক টহল পুলিশের ব্যবস্থা করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন, পৌরসভা আওয়ামীলীগ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক শংকর ঘোষ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক ও পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রশান্ত কুমার রাহা, ভদ্রাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ: রউফ শিকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আ: রহিম বেপারী, জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি স্বপন রায়, প্রেস ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।