শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাকের সাথে বাসের সংঘর্ষে নারী শিশুসহ নিহত ৩

শিব শংকর রবিদাস, মিঠুন রায়, সুজন পাল ও কমলেশ কুমার ধর :
ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের সূর্যনগর এলাকায় ট্রাকের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত অর্ধশত আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ টার এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। বাসটি ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের সূর্য্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় বলে জানা গেছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম স্বপন বাড়ৈ (৪০)। বরিশালের উজিরপুর থানার নারকিলি গ্রামের নিরঞ্জন বাড়ৈর ছেলে। দূর্ঘটনার পর পর হাইওয়েতে প্রায় আধ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্রেনের সাহায্যে দূর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া বাস ও ট্রাক সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
স্থানীয় আবু বকর জানান,’সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনে দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল আহমেদ জানান,’দূর্ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’ পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, দূর্ঘটনায় এ পর্যন্ত তিন জন নিহতের খবর পাওয়া গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।