শিবচরকে চীফ হুইপ লিটন চৌধুরী একটি আদর্শ উপজেলা হিসেবে গড়তে চান-মুনির চৌধুরী

মো: আবু জাফর ও মিঠুন রায় :
এই রুপান্তরিত শিবচরের রুপকার মহান জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী। তিনি পুনরায় আবারো চীফ হুইপ নির্বাচিত হয়েছেন। তার স্বপ্নের এই শিবচর স্বপ্ন দিয়েই গড়া। তার মনের মাধুরী দিয়ে গড়া এই শিবচর। শিবচরকে তিনি বাংলাদেশের বুকে একটি আদর্শ শিবচর হিসেবে গড়তে চান। তিনি একটি সুন্দর শিবচর গড়তে চান। তার সাজানো বাগানের মালী আমরা যারা রয়েছি আমরা সব সময়ই চেষ্টা করি তার এই প্রচেষ্টার অংশীদার হতে। তিনি শিবচরকে শিক্ষা নগরী, স্বাস্থ্য নগরী এমনকি অবকাঠামোগতভাবে যে উন্নয়ন করেছেন, স্থাপনা নির্মান করেছেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যা আশপাশের অনেক জেলাতেও নেই। এদিক থেকে আমরা অনেক গর্বিত, আমরা আনন্দিত এবং আমরা সৌভাগ্যবান। আপনারা জানেন এই উন্নয়ন আর এই স্বপ্নের শিবচর টিকিয়ে রাখার জন্য জননেতা লিটন চৌধুরীর সব সময়ই প্রচেষ্টা থাকে সোনার মানুষ গড়ার। মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী এসব কথা বলেন। এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, সোনার মানুষ গড়তে তিনি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোকে অবকাঠামোগতভাবে উন্নয়নতো করেছেনই, বিশেষ করে শিক্ষার মান বাড়াতে তিনি জোর দিয়ে থাকেন। শিক্ষার মান কত ভাল হতে পারে, কত উন্নত শিক্ষা পেতে পারে এই সমাজের ছেলে মেয়েরা সেদিকে জোর দিয়ে থাকেন। আপনার আমার সকল ছেলে মেয়েরা উন্নত শিক্ষায় যেন শিক্ষিত হয়, তারা যেন ভাল মানুষ হিসেবে তৈরি হয় তাহলেই এই উন্নয়ন টিকে থাকবে। এই শিবচর আদর্শ শিবচর হিসেবে গড়ে উঠবে এই প্রচেষ্টা তার সব সময় থাকে। এই কুতুবপুর স্কুলের পক্ষ থেকে একটি সীমানা প্রাচীর নির্মানের দাবী করা হয়েছে। আসলে আপনারা এমন একজন নেতা পেয়েছেন যার চোখ কোন কিছুতেই এড়ায় না। আমরা এর আগে যখন এই মাঠে বসেই একটি সভা করছিলাম সেদিনই আমাদের নেতা, মাননীয় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নজরে এসেছিল এই বিদ্যালয়ের একটি সীমানা প্রাচীর প্রয়োজন। কাজেই এটা তার পরিকল্পনার মধ্যে রয়েছে। ইতমধ্যেই তিনি এটা নিয়ে চিন্তা করছেন। ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা যারা লিটন চৌধুরীর কর্মী রয়েছি তারা সকলেই কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছি। আমরা শুধু রাজনীতিই করিনা। আমরা একটি সুন্দর একটি সমাজ গড়ার জন্য লিটন চৌধুরীর সাথে সার্বক্ষনিক প্রচেষ্টায় লিপ্ত থাকি।