মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার তাগাদা -শিবচরে স্বাস্থ্য ভাতা বিতরন অনুষ্ঠানে বক্তারা

অপূর্ব দাস ও কমল রায় :
দেশের অবকাঠামো উন্নয়নের আগে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। প্রতিটি সুস্থ মেধাবী শিশুই একটি দেশকে উন্নতির শিখরে পৌছে দিতে পারে। একইসাথে মায়েদের সুস্বাস্থ্যই পারে সুস্থ শিশু জন্মদান ও বেড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখতে। এ ক্ষেত্রে দুগ্ধদায়ী মা ও শিশুদের জন্য সরকারের ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্প যুগান্তকারী পদক্ষেপ বলে জানিয়েছেন আলোচকরা। সোমবার সকালে মাদারীপুরের শিবচরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় ভাতা ভোগী মা ও শিশুদের ভাতা বিতরন , বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জানা যায়, সোমবার সকালে শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় ভাতা ভোগী ৪ শ ১০ জন শিশুদের মাঝে ভাতা বিতরন, বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মোট ৪ শ ১০ জন মায়ের প্রত্যেককে ৯ হাজার ৬ শ টাকা করে ভাতার চেক দেয়া হয়। পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।