বর্ধিত শিবচর পৌরসভার নতুন ৪ কাউন্সিলর

শিবচর বার্তা ডেক্স :
বিলুপ্ত শিবচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ৪ জনকে বর্ধিত পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পদে দায়ীত্ব প্রদান করে প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ গত ৬ মার্চ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১১-১৩ এবং ১৫ ধারা অনুযায়ী উপজেলার শিবচর ইউনিয়নকে বিলুপ্ত ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করে। শিবচর ইউনিয়নকে সংযুক্ত করে বর্ধিত করা হয়েছে শিবচর পৌরসভার পরিধি। নতুন বর্ধিত ৩ টি ওয়ার্ডে শিবচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ৩ সদস্যদের অর্ন্তবর্তীকালীন কাউন্সিলর এর দায়িত্ব প্রদান করে স্থানীয় সরকার মাদারীপুর উপ পরিচালক মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত গত ২৭ মার্চ তারিখের এক চিঠি ইস্যু করে। চিঠি মোতাবেক শিবচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: বাবুল ফকিরকে ১১ নং ওয়ার্ড কাউন্সিলর, সাবেক সদস্য আকবর হাওলাদারকে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর, সাবেক ইউপি সদস্য মো: ইমরানকে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক সংরক্ষিত সদস্য রিনা আক্তারকে ১০,১১ ও ১২ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের দায়ীত্ব প্রদান করা হয়েছে।
শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান বলেন, এ সংক্রান্ত একটি অফিস আদেশ ইতোমধ্যেই আমাদের হাতে এসে পৌছেছে।