বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন মুনির চৌধুরীর,প্রধানমন্ত্রী ও চীফ হুইপ লিটন চৌধুরীর দীর্ঘায়ু কামনায় দোয়া

মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, মিঠুন রায়, কমলেশ ধর, জয় কুন্ডু ও কমল রায় :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরীসহ আওয়ামীলীগ নের্তৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান শিবচরের দত্তপাড়ায় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া পাঠ করেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী দলীয় নেতাকর্মীসহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান শিবচরের দত্তপাড়ায় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া পাঠ করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর ঘোসসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ নের্তৃবৃন্দ এবং জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।