পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ শিবচরের করোনা আইসোলেশন সেন্টার,আশেপাশের রুগীদের চিকিৎসার নির্দেশ চীফ হুইপ লিটন চৌধুরীর

শিবচর বার্তা ডেক্স:
পর্যাপ্ত হাই ফ্লো নেজাল কেনোলো থেরাপি সিস্টেম, অক্সিজেন কনসেনট্রেটর মেশিনসহ অক্সিজেনের পর্যাপ্ত সুবিধা নিয়ে শিবচরের বিশেষায়িত করোনা আইসোলেশন সেন্টারটি একসাথে ২০ জন করোনা রুগীর চিকিৎসার সামর্থ্য রয়েছে। ইতোমধ্যেই এই আইসোলেশন কেন্দ্রটি থেকে ৫০ জন রোগী উন্নতমানের চিকিৎসা পেয়ে বাড়ি ফিরেছেন।এদিকে এই আইসোলেশন কেন্দ্রে আশেপাশের জেলা উপজেলার করোনা রুগীদের চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
সরেজমিনে জানা যায়, গত বছরের ১৯ মার্চ করোনা ভাইরাসের সংক্রমন দেখা দেয়ায় দেশে সর্বপ্রথম প্রবাসী অধ্যুষিত শিবচরকে লকডাউন করা হয়। ঘরে ঘরে খাবার সহায়তা,কঠোর লকডাউন বাস্তবায়নের সাথে সাথে করোনা রোগীদের উন্নত চিকিৎসার জন্য শিবচরের দক্ষিন বহেরাতলা হাজী আবুল কাশেম উকিল মা শিশু কল্যান কেন্দ্রকে ২০ শয্যার বিশেষায়িত আইসোলেশন কেন্দ্র ঘোষনা করেন স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। ব্যক্তিগত অর্থায়নে আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও উন্নতমানের খাবারের ব্যবস্থা করেন তিনি। আইসোলেশন কেন্দ্রটিতে ৩টি হাই ফ্লো নেজাল কেনোলো থেরাপি সিস্টেম, ৭টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ( অক্সিজেন জেনারেটর), ১২টি পালস্ অক্সি মিটার,ইনফ্রাডার থা¤্রােমিটার, ৪০টি অক্সিজেন সিলিন্ডার, থার্মাল স্কানার ৫টিসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এছাড়াও ফ্রীজ,এসিসহ নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে চিকিৎসক ও নার্সসহ স্টাফদের জন্য ডরমেটরি রয়েছে এখানে। পদায়ন দেয়া হয়েছে ২ জন চিকিৎসক,২ জন নার্সসহ ৭ জন স্বাস্থ্য কর্মী।১০ দিন পরপর স্বাস্থ্য কর্মীরা পরিবর্তন হয়ে ১৪ দিন হোটেলে হোম কোয়ারেন্টাইনে থাকেন। এ পর্যন্ত ৫০ জনেরও বেশি রোগী এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এখান থেকে সেবা পাওয়া সৃষ্টি দরানী বলেন, প্রচন্ড শ^াস কষ্টে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। বাধ্য হয়ে শিবচর আইসোলেশন কেন্দ্রে ভর্তি হই। সেখানে নিয়েই আমাকে হাই ফ্লো নেজাল কেনোলো থেরাপি সিস্টেম দিয়ে অক্সিজেন বাড়ানো হয়। এছাড়াও এখানে অক্সিজেন জেনারেটর ,পালস্ অক্সি মিটার,ইনফ্রাডার থাম্রোমিটার, অক্সিজেন সিলিন্ডার সব আছে। খাবার মান ও স্বাস্থ্য সেবাও খুব ভাল মানের। পরে আমি কুর্মিটোলা হাসপাতালে গিয়েও শিবচরের মতো ভাল সেবা পাইনি।
উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, করোনা রোগীদের জন্য হাইফ্লো অক্সিজেন খুব জরুরী। আমাদের এখানে একসাথে ১৫-২০ জন রোগীর চিকিৎসা দেয়ার সক্ষমতা আছে। চীফ হুইপ স্যারের এ উদ্যোগটি একটি দৃষ্টান্ত। তিনি সার্বক্ষনিক এটির খোজখবর রাখেন। প্রতিনিয়ত মেশিনারিজ সংযোজন করার ব্যবস্থা করেন। তিনি আমাদের আশে পাশের এলাকার রুগীদের এখানে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, করোনা রুগীদের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ন। তাই এখানে হাই ফ্লো নেজাল কেনোলো থেরাপি সিস্টেম, অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ( অক্সিজেন জেনারেটর),পালস্ অক্সি মিটার,ইনফ্রাডার থা¤্রােমিটার, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হয়েছে। এখানে রুগী ও স্বাস্থ্য কর্মীদের আবাসন, খাবার, নিরাপত্তা সব ব্যবস্থা করা হয়েছে। আশে পাশের জেলা উপজেলার রুগীদের চিকিৎসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সবাইকে স্বাস্থ্য বিধি, লকডাউনের নিয়মকানুন মানার জন্য আহ্বান জানান তিনি।