পদ্মায় মা ইলিশ নিধন : শিবচরে ৭ জেলেকে ১ বছরের জেল

শিবচর বার্তা ডেক্স :
ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মায় ইলিশ নিধনের অপরাধে শিবচরে ৮ জেলেকে আটক করে ৭ জনকে ১ বছর করে কারাদন্ড ও এক জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মানদীর শিবচর অংশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানের নেতৃর্ত্বে ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন স্থানে সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মৎস বিভাগ ও পুলিশের একটি টিম উপস্থিত ছিল। অভিযানকালে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৮ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জেলেকে ১ বছর করে সাজা প্রদান করা হয়। আর এক জেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত প্রায় ১৭ হাজার ৪ শ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। আর জব্দকৃত ১০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম রকিবুল হাসান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে কারাদন্ড ও এক জেলেকে আর্থিক জরিমানা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।