নির্ধারিত সময়ের পর সাউন্ড সিস্টেম নিয়ে প্রচারনা:শিবচরে চেয়ারম্যান প্রার্থীর ৫ সমর্থককে আটক, জরিমানা

শিবচর বার্তা ডেক্সঃ
নির্ধারিত সময়ের পর সাউন্ড সিস্টেম নিয়ে প্রচারনা করে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শিবচরে এক চেয়ারম্যান প্রার্থীর ৫ সমর্থককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সাউন্ড সিস্টেমসহ মালামাল জব্দ করা হয়েছে।
জানা যায়, শিবচরের ১৩ ইউনিয়নে আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনী আচরন বিধি পর্যবেক্ষনে শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। রাত ৮ টায় নির্দিষ্ট সময় পার হওয়ার পর উপজেলার কুতুবপুর ইউনিয়নে চশমা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আতিক মাদবরের সমর্থকেরা পিকআপে সাউন্ড সিস্টেম নিয়ে প্রচারনা চালাতে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই হাতে নাতে পিকআপসহ ৫ সমর্থককে আটক করে। পরে ওই ৫ সমর্থককে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। সাউন্ড সিস্টেমসহ মালামাল জব্দ করে আটকে রাখা হয়েছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, ’ রাত ৮ টার পর তারা পিকআপে সাউন্ড সিস্টেম নিয়ে উচ্চস্বরে প্রচারনা চালাচ্ছিল যা সম্পূর্ন অবৈধ। তাই আটক ৫ জনকে জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। কোন অবস্থাতেই আচরন বিধি লঙ্ঘন করা যাবে না।