চোখের জলে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারিকে বিদায়

শিব শংকর রবিদাস, মোঃ মনিরুজ্জামান মনির ও মোঃ আবু জাফরঃ
চোখের জলে শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাদিরপুর ইউনিয়ন পরিষদের বারবারের নির্বাচিত চেয়ারম্যান বি এম জাহাঙ্গীর হোসেনকে বিদায় জানালো সর্বস্তরের মানুষ। জানাজায় শিবচরের বিভিন্ন ইউনিয়ন ছাড়াও আশেপাশের জেলা উপজেলা থেকে জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা অংশ নেন। এক শোকবার্তায় বি এম জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।শোক বার্তায় চীফ হুইপ বলেন বি এম জাহাঙ্গীর হোসেন ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়নে সব সময় উদ্যমী ছিলেন।চীফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রিয় নেতার মরদেহ বাড়িতে পৌছালে মরহুমকে শেষ দেখা দেখতে কাদিরপুরে তার নিজ বাড়িতে যেন ঢল নামে। দুপুরে তার বাড়ির সামনের মাঠে জানাজায় লোকে লোকারন্য হয়ে পড়ে সর্বত্র। এসময় দলীয় নেতৃবৃন্দসহ অনেকের চোখেই ছিল অশ্রু। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ,কাদিরপুর ইউপি চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন বুধবার সন্ধ্যা ৭ টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।