মাদারীপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনিয়ে নেয়ার ২০দিন পর মামলা

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে প্রতারকরা গ্রাহকের ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ২০দিন পর মামলা হয়েছে। শুক্রবার রাতে রাজৈর থানায় মামলাটি করেন এশিয়া এজেন্ট ব্যাংকিং-এর কাস্টমার সার্ভিস ম্যানেজার আল মুমিন মোল্লা। তিনি রাজৈর উপজেলার ইশিবপুরের বাসিন্দা ও সেখানে এশিয়া এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন। মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মেঘনা ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন শেষে ইজিবাইকযোগে গন্তব্যে রওয়ানা দেন আল মুমিন মোল্লা। ঢাকা-বরিশাল মহাসড়কের শিমুলতলা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারে আসা গোয়েন্দা পুলিশ পরিচয়দানকারী কয়েকজন প্রতারক তাকে প্রাইভেটকারে তুলে নেন। পরে হাত, মুখ ও চোখ বেঁধে টাকা নিয়ে মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা থানার নওয়াপাড়া এলাকায় ফেলে যায়। ঘটনার দিনই ভুক্তভোগী রাজৈর থানায় গেলে মামলা না নিয়ে পুলিশ একটি অভিযোগ নেন। ঘটনার ২০ দিন পর শুক্রবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে রাজৈর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা করেন। তবে এখনো কোন আসামী গ্রেফতার হয়নি।
এশিয়া এজেন্ট ব্যাংকিং-এর এজেন্ট আরাফাত হোসেন নবীণ বলেন, ‘ঘটনার ২০দিন পর মামলা রেকর্ড হয়েছে এটা দুঃখজনক। এখনো আমার প্রতিষ্ঠানের টাকা উদ্ধার কিংবা অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমার টাকা উদ্ধার না হওয়ায় শুধুই হতাশা কাজ করছে।’
মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, ‘গ্রাহকের ১২ লাখ টাকা খোয়া যাবার ঘটনায় থানায় মামলা হয়েছে। এরই মধ্যে অপারাধী সনাক্তও হয়েছে। শিগগিরই তারা ধরা পড়বে। এ বিষয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।’