শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাদারীপুর জেলা শাখা।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাদারীপুর জেলা শাখার সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার যে ঘটনা বা ইতিহাস সেসব থেকে দেখা যায়, বিভিন্ন ঘটনায় কোনও যৌক্তিকতা ছাড়াই হামলার ঘটনা ঘটছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে এ ধরনের হামলা হচ্ছে। সব থেকে উদ্বেগজনক হলো, এগুলো বন্ধ হচ্ছে না। এর কারণ উদাহরণযোগ্য কোনও বিচার হচ্ছে না। আরেকটি বিষয় লক্ষণীয়, যে মৌলবাদী গোষ্ঠীগুলোর ইন্ধনে এ ঘটনাগুলো ঘটছে, তারা কি কোনও বিশেষ স্বাধীনতা ভোগ করছে কি-না।’

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাদারীপুর জেলা শাখার সভাপতি নন্দ দুলাল শাহা ছাড়াও উপস্থিত ছিলেন, বাবুল চন্দ্র দাস, পরান কৃঞ্চ চক্রবর্তী, সত্য প্রিয় জীবন মহারাজ, নারায়ন চন্দ্র শীল, শুনিল কুমার হাওলাদারসহ জেলার হিন্দু সম্প্রদায় শতাধিক মানুষ।