মাদারীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৪ নেতা রিমান্ডে, জামিন নামঞ্জুর

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের ডাসার উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতির করা মামলায় বিএনপির কেন্দ্রীয় এক নেতাসহ চার নেতার জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে শুনানি শেষে আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ নির্দেশ দেন।
এর আগে গত শনিবার বিকেলে ডাসার উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় বিএনপির কর্মসূচি চলাকালীন সময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন উভয়পক্ষের অন্তত ১৫ জন। এ সময় ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান ওরফে খোকন তালুকদার (৪৫), ডাসার যুবদল নেতা নুরু তালুকদার (৪৩), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫) কালকিনি উপজেলা স্বেচ্ছাবেসক দলের আহ্বায়ক শহিদুল ব্যাপারীকে (৪০) আটক করেছে ডাসার থানা পুলিশ। পরে ওই দিন মধ্যরাতে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন বাদী হয়ে ২৬ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়াও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় বিএনপির এক কেন্দ্রীয় নেতাসহ চার জনকে গ্রেপ্তার দেখিয়ে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন শুনানি না করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের সূত্র জানায়, ছাত্রলীগ সভাপতির করা মামলাটি তদন্ত কর্মকর্তা ও ডাসার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন গ্রেপ্তার বিএনপির চার নেতাকে ডাসার থানার হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানায়। একই সঙ্গে আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপি নেতা খোকন তালুকদার ও মন্নান সরদারকে এক দিন ও নুরু তালুকদার ও শহিদুল ব্যাপারীর দুদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন করেন বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী।
মাদারীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. শাহজাহান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর করে চার জনকে রিমান্ড দিয়েছেন আদালত।’
এদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনুর হোসেন বলেন, ‘আদালত আমাদের জামিন আবেদন মঞ্জুর করেনি। উল্টো পুলিশের করা রিমান্ডের আবেদন মঞ্জুন করেছেন। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবো। আশা করছি, উচ্চ আদালতে আমরা জামিন পাবো।’
জানতে চাইলে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, ‘এই মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের ৭দিনের রিমান্ড আবেদন জানায়। কিন্তু আদালত থানা হেফাজতে বিএনপির দুই নেতাকে এক দিন করে ও অন্য দুজনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজই রিমান্ডপ্রাপ্ত চার জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’