মাদারীপুরে নজরুল জয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠান

মাদারীপুর প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১ শ ২২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে মাদারীপুর নজরুল সংগীত শিল্পী পরিষদ। বিশ্লেষণ মিডিয়ার সৌজন্যে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন উদ্বোধনী বক্তব্য রাখেন। এর পরে সংগঠনের সভাপতি অধ্যাপক (অব.) সুনীল কুমার হালদার বক্তব্য রাখেন। পরে শুরু হয় নজরুল সংগীতানুষ্ঠান। ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন সহস্রাধিক স্রোতা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমে নজরুলের দেশাত্ববোধক কবিতা ‘বাংলাদেশ’ আবৃত্তি করেন অনুষ্ঠানের সঞ্চালক আফরোজ জাহান ঝুমুর।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুনীল কুমার হালদার, ওয়াজেদ আলী সরদার, সীমা সাহা, রুমা সাহা, বাঁধন দাস, শুক্লা সরকার, জয়ন্তী মল্লিক, সীমা বৈদ্য, অঙ্কিতা সরকার, সঙ্গীতা দাস। গানের মাঝে মাঝে কবিতা আবৃত্তি করেন কুমার লাভলু ও জয়ন্ত মজুমদার। যন্ত্র সঙ্গীতে ছিলেন লিয়াকত আলী সরদার ও শংকর জমাদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল সংগীত শিল্পী পরিষদ, মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি দোলা দে, সাধারণ সম্পাদক কাজী শহীদ ফরিদ, সহ-সাধারণ সম্পাদক কে.এম হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ঢালী, প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি সুবল বিশ্বাস প্রমুখ।