মাদারীপুরে ঘুষের বিনিময়ে জাল সনদে গ্রাম পুলিশ নিয়োগের অভিযোগ

এম.আর.মুর্তজা :
মাদারীপুর সদর উপজেলায় ভূয়া বা জাল সনদ ব্যবহার করে গ্রাম পুলিশ নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সদর উপজেলায় ১২জন গ্রাম পুলিশ নিয়োগের ক্ষেত্রে এ জালিয়াতির ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। জালিয়াতির বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মাদারীপুর জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর অভিযোগ প্রদান করা হয়েছে। মোটা অংকের টাকার বিনিময়ে জাল কাগজপত্রে তাদেরকে নিয়োগ দেয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

প্রশাসন ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন গিয়াস গত ২১ জুন উপজেলার ৮টি ইউনিয়নে ১২জন গ্রাম পুলিশ নিয়োগ প্রদান করেন। যার স্মারক নং-০৫.৪১.৫৪৫৪.০০০.০৫.০৩৮.২০২০-২২২, তারিখ-২১ জুন ২০২০ইং। তবে এরা ভূয়া বা জাল সনদ ব্যবহারের মাধ্যমে আবেদন করে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভোটার তালিকা অনুযায়ি এদের কয়েকজনের বিরুদ্ধে ভূয়া জন্ম তারিখ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে তাদের মধ্যে মস্তফাপুর ইউনিয়নের আবুল কাসেম মাতুব্বরের ছেলে মোঃ জুয়েল মাতুব্বর ওরফে মোঃ জুয়েল হোসেন মাতুঃ, খোয়াজপুর ইউনিয়নের আঃ জব্বর বেপারীর ছেলে টুটুল বেপারী, মোঃ শাজাহান মহাজনের ছেলে মোঃ রিপন, ছিলারচর ইউনিয়নের ফজলুল হক হাওলাদারের ছেলে মিলন হাওলাদার, দুধখালী ইউনিয়নের আঃ মান্নান খানের ছেলে ফেরদাউস খান জন্মসনদসহ অন্যান্য সনদ জালিয়াতি করেছে ।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, মস্তফাপুর ইউনিয়নের জুয়েল মাতুব্বর বড় অংকের টাকার বিনিময়ে মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সচিব এস এম আনিসুর রহমানের সহযোগিতায় ও যোগসাজশে জালিয়াতির মাধ্যমে জাল/ভূয়া নাগরিক সনদ, জন্ম সনদ ও শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরীর জন্য আবেদনপত্র দাখিল করে এবং নিয়োগ প্রাপ্ত হয়। ভোটার নিবন্ধন তালিকা অনুযায়ি তার নাম মোঃ জুয়েল হোসেন মাতুঃ এবং জন্ম তারিখ ১৭ অক্টোবর ১৯৮৫ (৩৪+ বছর), কিন্তু আবেদনের শেষ সময়ে (২৭ ফেব্রুয়ারী ২০২০ ইং) উক্ত পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত ছিল ৩০বছর এবং আবেদনপত্রে তার নাম পরিবর্তন করে দিয়েছে মোঃ জুয়েল মাতুব্বর। আবেদন পত্রের সাথে সে অষ্টম শ্রেনী উত্তীর্ণ হওয়ার সাটিফিকেট জমা দিলেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র হিসেবে তার কোন প্রমান পাওয়া যায়নি। তার জালিয়াতির বিষয়টি জানাজানি হলে সে তার জন্ম তারিখ পরিবর্তনের জন্য ইউপি সচিব এস এম আনিসুর রহমানের যোগসাজশে নির্বাচন অফিসে যোগাযোগ করেও ব্যর্থ হয় বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে কয়েক জনের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, মোঃ জুয়েল হোসেন মাতুব্বর ছাড়াও আবেদনকালীন সময়ে খোয়াজপুর ইউনিয়নের আঃ জব্বর বেপারীর ছেলে টুটুল বেপারীর বয়স ভোটার তালিকা অনুযায়ি ৩৪ বছর ৬মাস, মোঃ শাজাহান মহাজনের ছেলে মোঃ রিপনের বয়স ৩১ বছর ৬ মাস। ছিলারচর ইউনিয়নের ফজলুল হক হাওলাদারের ছেলে মিলন হাওলাদারের ৩৫ বছর ৫মাস। দুধখালী ইউনিয়নের আঃ মান্নান খানের ছেলে ফেরদাউস খানের বয়স ৩৭ বছর।

এছাড়া সদর উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতে নিয়োগকৃতদের ক্ষেত্রেও অনুরূপ জালিয়াতি হয়ে থাকতে পারে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, অভিযুক্ত ব্যক্তিরা মোটা অংকের টাকার বিনিময়ে সংশ্লিষ্ট ইউপি’র চেয়ারম্যান ও সচিবের সহযোগিতায় বা যোগসাজশে জালিয়াতির মাধ্যমে জাল/ভূয়া নাগরিক সনদ, জন্ম সনদ ও শিক্ষাগত সনদ ব্যবহার করে নিয়োগ লাভ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, ২০১৫ সালের পর থেকে নিয়োগ প্রদানের ক্ষেত্রে গ্রাম পুলিশ বিধিমালা, ২০১৫ অনুযায়ী মূল সনদের পরিবর্তে নিয়োগকৃতদের অনেকেই জাল বা ভূয়া সনদের মাধ্যমে নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, অভিযোগটি পেয়ে বিষয়টি তদন্তের জন্য স্থানীয় সরকারের উপ-পরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগটির তদন্ত চলছে।

অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডি-এলজি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, নিয়োগপ্রাপ্তদের মধ্যে কয়েকজনের অনিয়মের বিষয়ে শুনেছি। সদর উপজেলার ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াস কয়েকজনের বয়সের ক্ষেত্রে অনিয়ম পেয়েছেন বলে জানিয়েছেন। তবে অভিযোগের ফাইলটি সাধারণ শাখা থেকে আমার দপ্তরে এখনও পৌঁছায়নি।