মাদারীপুরে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি :
আশার প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বেসরকারী প্রতিষ্ঠান “আশা”র উদ্যোগে মাদারীপুরে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলার চরমুগুরিয়া সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এমবিবিএস ডাক্তার এর মাধ্যমে প্রেসক্রিপশন প্রদান, ফিজিওথেরাপী সেবা প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ ইত্যাদি। আশা-নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন/হাইজিন, কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা সেক্টরে কাজ করে থাকে। চরমুগুরিয়া সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র- মাদারীপুর, আশার সামাজিক কর্মসূচীর একটি সেবামুলক নন-প্রোফিটেবল কর্মসূচী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা। ক্যাম্প পরিচালনা করেন মেডিকেল অফিসার ডাঃ সাবিনা বিনতে আলমগীর, সহযোগীতায় ছিলেন কেন্দ্রীয় ফিজিওথেরাপিস্ট রুবেল কর, প্রফেশনাল ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট সুমন ওঝা, মেডিকেল টেকনলোজিস্ট প্রনব রায়, সিনিয়র স্টেটিক প্যারামেডিক মোছাঃ মোসলিমা, স্যাটেলাইট প্যারামেডিক সাজেদা খাতুন। এসময় ক্যাম্পে উপস্থিত ছিলেন আশা মাদারীপুর জেলার জেলা ব্যবস্থাপক গনেশ চন্দ্র দাস, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানোজার মোঃ এমদাদ হোসেন, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ রকিবুল ইসলাম(রাকিব), আশা-চরমুগুরিয়া ব্রাঞ্চের ব্রাঞ্চ সিনিয়র ম্যানোজার মোঃ কেরামত আলী খান, মাদারীপুর সদর ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান, স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।