মাদারীপুরে অজ্ঞাত যুবকের লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের সিদ্ধান্ত

মাদারীপুর প্রতিনিধি :
নাম পরিচয়হীন এক যুবকের লাশ বেওয়ারিশ হিসেবে মাদারীপুর পৌরসভার মাধ্যমে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে অজ্ঞাত যুবকের (২২) লাশ পুলিশের কাছে হন্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙ্গা হাট সংলগ্ন একটি ইট ভাটার পাশে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙ্গা হাট সংলগ্ন একটি ইট ভাটার পাশে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের ধারণা কে বা কারা ওই যুবককে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওইখানে ফেলে গেছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ওই লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। নাম পরিচয় বিহীন ওই যুবকের ডিএনএ পরীক্ষার আলামত সংরক্ষন করা হয়েছে। লাশটি মাদারীপুর পৌরসভার মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: নূরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকালে ময়না তদন্ত শেষে অজ্ঞাত ওই যুবকের লাশ পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে রাখা হয়েছে।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। অবশেষে মাদারীপুর পৌরসভার মাধ্যমে বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’