ভূমধ্যসাগরে ঠান্ডায় প্রাণ হারানো মাদারীপুরের ইমরানের লাশ পৌছেছে বাড়িতে, বইছে শোকের মাতম

মাদারীপুর প্রতিনিধি :
অবৈধভাবে ইতালী যাওয়ার সময় ঝড়োবাতাসে প্রচন্ড ঠান্ডায় তিউনিউসিয়ার ভুমধ্যসাগরে প্রাণ হারিয়েছে বাংলাদেশের সাত যুবক। ইতালির বাংলাদেশ দূতাবাস থেকে ২৯ জানুয়ারী এক অতি জরুরী নোটিশের মাধ্যমে সাত জনের নাম জানা গেছে। এর মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুরে। নিহত পাঁচজনের মধ্যে প্রায় অর্ধ মাস পর মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে এমরানের লাশ শনিবার তার বাড়ীতে পৌছেছে। পরিবারে বইছে শোকের মাতম। তবে তাদের একটি দাবী দালালের শাস্তিসহ অসহায় পরিবারের পাশে যেন থাকে সরকার।
ভূমধ্যসাগরে নিহত হয় মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে ইমরান হোসেন, মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড় গ্রামের শাহাজালাল এর ছেলে জহিরুল, ইশিবপুর এলাকার কাশেম মোল্লার ছেলে সাফায়েত, পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি গ্রামের প্রেমানন্দ তালুকদারের ছেলে জয় তালুকদার রতন। বাপ্পী সদর উপজেলার।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ভূমধ্যসাগরে নিহতদের মধ্যে একজনের লাশ দেশে এসেছে। ভুক্তভোগী পরিবারগুলো মামলা করতে চাইছে । অভিযোগ পেলে অবৈধপথে যে সকল দালালরা যুবকদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।