বিএনপি নির্বাচনে না আসলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হয়ে যাবে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলেও ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় শাজাহান খান আরো বলেন, অনেক বিদেশীরা এসেছেন। তারা কেউ বলেননি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিদেশীরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলেছেন। তাই আগামী নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আস্তাকুড়ে নিক্ষেপ হবে।
এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপিই দেশে হত্যাকান্ডের রাজনীতি শুরু করেছে। বঙ্গবন্ধুকে হত্যার হুকুমদাতাই ছিল জিয়াউর রহমান। সেই ধারাবাহিতা ধরে রেখেছে খালেদা জিয়া, তারেক জিয়া।
রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ একাংশের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।