মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ নিহত-২

রাজৈর প্রতিনিধি :
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিক ঢাকা-খুলনা মহাসড়কের জেলার রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীন সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী মাদারীপুর সদর উপজেলার মোল্লাদি গ্রামের কালু মাতুব্বরের ছেলে পলাশ মাতুব্বর (৩০) ও একই উপজেলার বড়াইল বাড়ি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে নুপুর আক্তার নিহত হয়। এ দূর্ঘটনায় পথচারী জেসমিন বেগম (২৫) ও তার ৮ বছরের ছেলে জয় আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটি আটক করেছে।