সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করলেন কালকিনির বিএনপির মেয়র প্রার্থী

কালকিনি প্রতিনিধি :
কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোঃ কামাল হোসেন বেপারীর ভোট বর্জন ও প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন। রোববার দুপুরে বিএনপি প্রার্থী নিজ বাড়িতে বসে সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেন।
বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলনে জানান, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কালকিনি পৌরসভা নির্বাচন গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় বিএনপি কালকিনিতে মোঃ কামাল হোসেন বেপারীকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। এরপর থেকেই পৌরসভার ৯টি ওয়ার্ডেই কামাল হোসেন বেপারী তার কর্মী সমর্থকদের নিয়ে উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ধানের শীষের প্রতিকের জন্য ভোট প্রার্থনা চালিয়ে যান। এতে করে ধানের শীষের গনজোয়ার সৃষ্ঠি হয়। তাই বিএনপি প্রার্থীকে আওয়ামীলীগ নেতাকর্মীরা অব্যাহত হুমকি-ধামকি দিচ্ছে। বিএনপি প্রার্থীর বিজয় হওয়ার লক্ষন দেখে এ নির্বাচন স্থাগিত করে পুনরায় আগামী ৩১ মার্চ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। এ নির্বাচন আওয়ামীলীগের পক্ষে হবে তাই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমি নির্বাচন বর্জন করলাম। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাবেক সাধারন সম্পাদক মোঃ মাহাবুবু হোসেন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সান্টু, বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম, সাহেদ হোসেন ও ছাত্রদল নেতা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।