মাদারীপুরে নিহত কৃষকলীগ নেতার বাড়িতে এমপি গোলাপ, দোষীদের বিচারের আশ্বাস

মাদারীপুর প্রতিনিধি :
দুর্বৃত্তদের হাতে নিহত মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষক লীগ নেতা মানিক সরদারের বাড়ি পরিদর্শন করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দিয়েছেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। শুক্রবার দুপুরে তিনি নিহত মানিকের বাড়িতে যান। এসময় তিনি এলাকায় শান্তি শৃংখলা বজায় রেখে বসবাস করার আহবান জানান স্থানীয়দের। এছাড়া মানিক সরদারকে যারা নৃশংস ভাবে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের প্রতিশ্রুতি দেন। এসময় কালকিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র বিএম হানিফ, কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার রাত ৮ টার দিকে কালকিনি উপজেলার আলী নগর ইউনিয়নের কালিনগরের ফাঁসিয়াতলা বাজারের কাছে একদল দুর্বৃত্ত উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মানিক সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নদীর পাড়েই ফেলে রাখে। পরে গুরুতর আহত মানিকের চিৎকারে স্থানীয়রা ও পরিবারের লোকজন উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।