মাদারীপুরে ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

কালকিনি প্রতিনিধি :
কৃষি জমির মাটি কাটার অপরাধে মাদারীপুরের কালকিনিতে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলার বাঁশগাড়ী এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট তৈরীর কাজে ব্যবহার করার অপরাধে ওই ব্রিকসের ম্যানেজার মো. নুরুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
কালকিনি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, ইটভাটাতে কৃষি জমির মাটি কেটে ইট তৈরীর কাজে ব্যবহার করার অপরাধে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ কেউ করলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।