ঢাকার বেইলি রোডে অগ্নিকান্ডে নিহত মাদারীপুরের জিহাদের বাড়িতে শোকের মাতম

মাদারীপুর প্রতিনিধি :
মায়ের সাথে শেষ কথা হয় বৃস্পতিবার দুপুরে, আর শুক্রবার দুপুরে আসে জিহাদের মরদেহ। রাজধানীর বেইলি রোডে আগুন লেকে মারা যায় মাদারীপুরের কালকিনির সন্তান জিহাদ। তিনি কাচ্ছি ভাই রেস্টুরেন্টে সার্ভিস বয় হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার।
পরিবারের হাল ধরতে তিন বছর আগে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন জিহাদ শিকদার। তার উপার্জিত বেতন দিয়ে চলতো গ্রামের বাড়ির সংসার। বৃহস্পতিবার দিবাগত রাতে রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে আগুনে পুড়ে মারা যায় জিহাদ। শুক্রবার দুপুরে জিহাদ শিকদারের মরদেহ কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আলিমাবাদ গ্রামে আসলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জিহাদের অসহায় পরিবারটির পাশে দাড়াতে সরকারি সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।
২০২০ সালে মোল্লারহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ঢাকায় যায়। এরপরে সাহেবরামপুর কবি নজরুল ডিগ্রী কলেজে ভর্তি হয়ে এবার এইচএসসি পরীক্ষার্থীও ছিলেন জিহাদ। তার এমন অকাল মৃত্যুতে পরিবারের উপার্জনাক্ষন ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা।
মা রহিমা বেগম বলেন, আমার পোলা এবার রোজায় ইফাতারি কিনে দিতে পারলো না। সে আমাকে ফোনে বললো মা কয়েকদিন পরে বেতন পাইয়া ইফতারির জন্যে টাকা পাঠাবো, সেটা আর হলো না।
নিহত জিহাদের ছোটভাই রিয়াদ জানায়, মাদারীপুরের কালকিনির সাহেববারপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতো জিহাদ। জিহাদের সংসারে মা-বাবা ও এক ভাই রয়েছে। বড় বোনের বিয়ে হওয়ায়ায় সে থাকে তার স্বামীর বাড়িতে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার থেকে কোন সহযোগিতা চাওয়া হলে, সবসময় পাশে থাকবে উপজেলা প্রশাসন।
সরকারীভাবে আর্থিক সহযোগিতা কামনা করেছে অসহায় পরিবারটি। সেই সাথে দোষীদের বিচারেরও দাবী তাদের। বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই নামের একটি রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় মারা যান ৪৬ জন। এই দুর্ঘটনায় মারা যায় জিহাদ শিকদার।