শিমুলীয়া-বাংলাবাজার রুটে কর্মস্থলমুখো যাত্রীদের ভীড় অব্যাহত

কমল রায় :
শনিবার সকাল থেকেই বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ কর্মস্থলে ফেরা যাত্রীদের ভীড় শুরু হয়। তবে শুক্রবারের চেয়ে এ চাপ অনেকটাই কম ছিল। যাত্রী চাপ সামাল দিতে শিমুলিয়া থেকে আজো খালি ফেরি আনা হচ্ছে। যাত্রী চাপের সাথে সাথে বাংলাবাজার ঘাটে ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়েছে। তবে যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা দ্বিগুন-তিনগুন ভাড়া দিয়ে দু চাক্কার মটরসাইকেল, ৩ চাক্কার ইজিবাইক থ্রী হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ঝূকি নিয়ে বাংলাবাজার ঘাটে এসে প্রচন্ড গরমে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন। বাংলাবাজার ঘাটে ফেরিতে নির্ধারিত ২৫ টাকাই আদায় করা হচ্ছে। ফেরিতে গাদাগাদি নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নজরদারি করতে দেখা গেছে। অপরদিকে শিমুলিয়া থেকেও এখনো অনেক যাত্রী দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে যেতে দেখা গেছে। অপরদিকে দূর পাল্লার বাস বন্ধ থাকলেও এদিন খুলনা, বাগেরহাট, বরিশাল থেকে বেশ কয়েকটি বাস যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে যাত্রীদের নামিয়ে দেয়। যাত্রীরা সেখান থেকে ভ্যান, ইজিবাইকে চড়ে ঘাটে আসেন। বাসসহ সকল যানবাহনে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করা হয় বলেও যাত্রীরা অভিযোগ করেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, যাত্রীদের নির্বিঘ্নে পারাপার নিশ্চিত করতে ঘাট এলাকায় পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।