১৭ টি তালা কেটে শিবচর পৌর বাজারের ২ টি দোকানে দূধর্ষ চুরি, পিকআপ উদ্ধার

মো: আবু জাফর ও কমল রায় :
শিবচর পৌর বাজারের অটো গাড়ির যন্ত্রাংশের ২ টি দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র নগদ টাকা, ব্যাটারী, মর্টার, কন্ট্রোলারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। স্থানীয়দের সহযোগীতায় পুলিশ চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, বুধবার গভীর রাতে শিবচর পৌর বাজারের জেলখানা মোড় এলাকার মো: সোহেল রানার মালিকানাধীন বিসমিল্লাহ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ১৬ টি তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে চোরচক্র। এসময় চোরচক্র দোকান থেকে ইজিবাইকের ৬০ টি ব্যাটারী, অটোভ্যানের ১০ টি মর্টার, ২০ টি কন্ট্রোলার, নগদ ৩০ হাজার টাকা চুরি করে একটি পিকআপে লোড করছিল। এসময় স্থানীয় দুইজন লোক ঘটনাটি দেখতে পেয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করলে চোরচক্রের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে পিকআপসহ মাদারীপুরের দিক পালিয়ে যায়। পরে ওই দুইজন দোকান মালিক সোহেলকে খবর দেয়। রাতেই স্থানীয় কয়েকজনকে নিয়ে সোহেল মোটরসাইকেল নিয়ে পিকআপের পিছু নেয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা এলাকার রাস্তার পাশে পিকআপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশ পিকআপটি উদ্ধার করে।
এদিকে একই রাতে পৌর বাজারের খাদ্য গুদাম সংলগ্ন মো: শওকত হোসেনের মালিকানাধীন মেসার্স মোল্লা ট্রেডার্সের তালা কেটে দোকানে প্রবেশ করে চোরচক্র। এসময় চোরচক্র দোকানের ক্যাসবাক্স ভেঙ্গে নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে পাশর্^বর্তী ব্যবসায়ীরা দোকানের সার্টার খোলা দেখে শওকতকে জানালে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ব্যবসায়ী মো: সোহেল রানা বলেন, রাতে চোরচক্র যখন আমার দোকান থেকে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন আমার পরিচিত দুইজন দেখতে পেয়ে বাঁধা দিলে তাদেরকে অস্ত্র নিয়ে ধাওয়া দিয়ে চোরচক্র পালিয়ে যায়। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে তাদের সহযোগীতায় কলাতলা এলাকায় রাস্তার পাশে খালি পিকআপটি দাড়িয়ে থাকতে দেখে পুলিশে খবর দেই।
ব্যবসায়ী মো: শওকত হোসেন বলেন, আমার দোকানে বেশি মালামাল ছিল না। তাই চোরচক্র ক্যাসবাক্স ভেঙ্গে নগদ ১২ হাজার টাকা নিয়ে গেছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সহায়তায় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। চোরদের ধরতে অভিযান চলছে।