মাদারীপুরে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা উৎসব অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর এম.এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা উৎসব ও মাদারীপুর গাঙচিল কবি সম্মেলন-২২। গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি কবি আনোয়ারা রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। উৎসবের উদ্বোধন করেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির মহাসচিব গ্রুপ ক্যাপটেন ইদ্রিস আলী।
গাঙচিলের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ প্রসঙ্গঃ ‘মাদারীপুরের সাহিত্য’ উপস্থাপন করেন গাঙচিলের মাদারীপুর জেলা সমন্বয়ক কবি সুবল বিশ্বাস। আমন্ত্রিত অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান মেজর পলক রহমান, কবি মনজু খন্দকার, বিটিভি শিল্পী জামিউর রহমান লেমন, গাঙচিল কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান খান, ছড়াকার বীর মুক্তিযোদ্ধা নূরুদ্দীন শেখ, কানাডা প্রবাসী কবি লিজি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সনাক সভাপতি খান মোঃ শহীদ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, মাদারীপুর জেলার সভাপতি তপন সরকার, ডাকবাংলা সাহিত্য একাডেমি সভাপতি স ম দেলোয়ার জাহান, উদীচী, মাদারীপুর জেলা সংসদের সহসভাপতি আনিসুর রহমান মিন্টু, শরীয়তপুর গাঙচিল সভাপতি মেহেদী মিজান, ফরিদপুর গাঙচিল সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন মো: সোহাগ হোসেন, গীতা পাঠ করেন কবি দুলাল মণ্ডল। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কবি সঙ্গীতা মণ্ডল, কবি নাসিমা আক্তার। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনায় নেতৃত্ব দেন শিল্পী তপন সরকার।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ধৈবত আবৃত্তি ভূমির সদস্য ইমরান সাগর, ওয়াজিহা ইসলাম, সানি খান, প্রীজম অধিকারী, মাত্রার সদস্য সঙ্গীতা মণ্ডল; কবি দুলাল মণ্ডল, নেত্রাঙ্গ হালদার, এ্যাড. সবুজ রায়, কাবেরী আকতার, শোভা রাণী বিশ্বাস, ফৌজিয়া নাসরিন, মুহাম্মদ রেজাউল ইসলাম, মোড়ল অলিউর রহমান, কাজী মাহবুব, সালমা আক্তার, মোঃ কিরণ, হাসিব মাহমুদ দিপু প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন গাঙচিল মাদারীপুর জেলার সমন্বয়ক দৈনিক জনকণ্ঠের সাংবাদিক কবি সুবল বিশ্বাস। উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় এবং ঢাকা থেকে আগত শিল্পীরা।