শিবচর জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলূম এর ২ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে মুসল্লীদের ঢল

মো: আবু জাফর :
শিবচর জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলূম এর ২ দিন ব্যাপী ৩৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে।
জানা যায়, শিবচর জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলূম এর ৩৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার থেকে নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে শুরু হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি করা হয়েছে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে। নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে সুবিশাল প্যান্ডেল নির্মান করে মুসল্লীদের বসার ব্যবস্থাসহ সকল সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি করা হয়েছে বাহাদুরপুর পীর সাহেব মাওলানা হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলূম এর মহতামিম হযরত মাওলানা আকরাম হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের প্রথম দিন গুরুত্বপূর্ন বয়ান পেশ করবেন হযরত মাওলানা জোনায়েদ আল-হাবিব, হযরত মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা নিয়ামাতুল্লাহ ফরিদী ও মাওলানা আলী আহমাদ চৌধুরী। দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন পীরে কামেল আল্লামা মুফতী আব্দুল গাফফার, সুলতানুল ওয়ায়েজীন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আর্ন্তজাতিক মোদাচ্ছেরে কোরআন হযরত মাওলানা হাসান জামিল ও মুফতী আব্দুর রব ফরিদী। শনিবার শুরু হওয়া ওয়াজ মাহফিল রবিবার শেষ হবে।