শিবচরে ৩ টি ঘরের দরজা ভেঙ্গে ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে একই রাতে ৩ টি ঘরের দরজা ভেঙ্গে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র নগদ টাকা, স্বর্নালংকার, টিভিসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগীরা জানান , উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামের রেজাউল জমাদ্দারের স্ত্রী ও তার পরিবারের লোকজন বুধবার সকালে পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে রেজাউল জমাদ্দারের মেঝো ভাইয়ের স্ত্রীসহ কয়েকজন ছিল। বৃহস্পতিবার ভোরে রেজাউল জমাদ্দারের মেঝ ভাইয়ের স্ত্রী ঘুম থেকে উঠে উঠোনে এসে রেজাউল জমাদ্দারের ঘরসহ একই বাড়ির ৩ টি ঘরের দরজা খোলা দেখতে পেয়ে কাছে গিয়ে বুঝতে পারেন দরজাগুলো ভাঙ্গা হয়েছে। এ অবস্থা দেখে বাড়ির অন্যদের ডেকে আনলে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে বাড়ি থেকে মোবাইলে খবর পেয়ে রেজাউল জমাদ্দারের স্ত্রীসহ পরিবারের লোকজন বাড়ি গিয়ে ঘরের ভিতরে থাকা আলমারি, সোকেস ও আসবাবপত্র ভাঙ্গা অবস্থায় দেখেন। চোরচক্র আলমারিতে থাকা ১০ ভরি স্বর্নালংকার, নগদ ৩ লাখ টাকা, ব্যাংকের চেক, তিনটি ব্যাংকের ডিপিএস এর চেকবই, টিভি, দামী মোবাইল সেটসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার দাবী করেছে। চুরির বিষয়টি পরিবারের লোকজন শিবচর থানায় জানালে পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির বিষয় মামলা প্রক্রিয়াধীন। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।