শিবচরে ১২ বছরের গৃহকর্মী হত্যার পলাতক আসামীকে ৪ বছর পর গ্রেপ্তার করেছে পিবিআই

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ১২ বছরের গৃহকর্মী সুমাইয়া হত্যার ৪ বছর পর হত্যা মামলার প্রধান আসামী পলাতক মিজানুর রহমান জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ। গ্রেফতারকৃত মিজানুর রহমান জীবন শিবচর উপজেলার মাদবরেরচর খাড়াকান্দি গ্রামের মৃত ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে।
মামলার নথি ও পিবিআই সুত্রে জানা যায়, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারী সোমবার সকালে শিবচর পৌরসভার ১ নং ওয়ার্ডের গুয়াতলা এলাকার সৌদি প্রবাসী শহীদুল মজুমদারের বাড়ির নীচতলার ফ্লাট থেকে র্দূগন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি অন্য ফ্লাটের লোকজন বাড়িওয়ালার স্ত্রীকে জানালে সে স্থানীয়দের নিয়ে ভাড়াটিয়ার বাসার তালা ভেঙ্গে ঘরে ঢুকতেই কিশোরীর গলিত লাশ দেখতে পায়। বিষয়টি থানায় জানালে শিবচর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে গলিত লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ২০২০ সালের ১১ ফেব্রুয়ারী শিবচর থানার এসআই সেলিম মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে অধিকতর তদন্তের সার্থে ২০২১ সালের ১৭ অক্টোবর মামলাটি পিবিআই গোপালগঞ্জ ইউনিটকে হস্তান্তর করা হয়। পিবিআই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যার প্রায় ৪ বছর পর গত ২৪ আগষ্ট ঢাকার নিউমার্কেট থানা এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামী মিজানুর রহমান জীবনকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই গোপালগঞ্জ শাখার পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ভাড়াটিয়ার দেয়া মোবাইল নাম্বারের সুত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে সম্পৃক্ততার প্রমান পাওয়ায় আসামী মিজানুর রহমান জীবনকে ঢাকার নিউমার্কেট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার-আবুল কালাম আজাদ বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ করলে আসামী মিজানুর রহমান জীবন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে প্রেরন করা হয়। আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালতের নির্দেশে আসামীকে বর্তমানে জেল হাজতে রাখা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।