শিবচরে ১০ কেজী গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে ১০ কেজী ৭ শ গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল শেখ (৩৬) নামের চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের বিশেষ দলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে শনিবার রাতে শিবচরের উৎরাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাবর আলী মল্লিককান্দি গ্রামের আঃ গণি শেখের ছেলে। তার বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা ও মাদারীপুরে ৪টি মাদক মামলা রয়েছে।
রবিবার র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টায় শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের নিয়ামত খাঁর বাড়ির পশ্চিম পাশে খাড়াকান্দি-শিরুয়াইল পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সোহেল শেখকে গাঁজাসহ হাতে নাতে আটক করে র‌্যাব-৮। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১০কেজি ৭শ’ গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি হেলমেট, ১টি মোবাইল, ২টি সীমাকর্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে র‌্যাব জানতে পারে যে, গ্রেফতারকৃত সোহেল শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর, ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য পাইকারীভাবে ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উল্লেখ্য, তার বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা ও মাদারীপুরে ৪টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।