শিবচরে মসজিদগুলোতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরন

শিব শংকর রবিদাস ও কমল রায় :
করোনা ভাইরাস পরিস্থিতিতে  শিবচরের বিভিন্ন মসজিদগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশনায় অনুদানের এ চেক বিতরন করা হয়। মসজিদগুলোর ইমামগন অনুদানের চেক গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম দেশের প্রথম লকডাউনকৃত শিবচর উপজেলাকে মডেল আখ্যা দিয়ে করোনা সংক্রমন রোধে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন মসজিদগুলোতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরনের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় শিবচর পৌরসভার ৮৫ টি, পাঁচ্চর ইউনিয়নের ৬৮, মাদবরচর ইউপির ১শ ৭ টি, সন্নাসীরচর ইউপির ৮৯ টি, বন্দরখোলা ইউপির ৪২ টি, কাঁঠালবাড়ি ইউপির ৫০ টি, চরজানাজাত ইউপির ২৫ টিসহ ৪ শ ৬৬ টি মসজিদের ইমামদের মাঝে প্রত্যেককে ৫ হাজার করে ২৩ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরন করা হয়। আরো দুই ধাপে উপজেলার মোট ১ হাজার ৩শ ৯২ টি মসজিদে ৬৯ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হবে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, ফাহিমা আক্তার, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ উল্লাহ, মডেল কেয়ারটেকার মাওলানা বজলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের প্রথম লকডাউন এলাকা শিবচর। চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী স্যারের সঠিক দিক নির্দেশনায় শুরু থেকেই এ এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়ন করা হয়। ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌছে দেওয়ার ফলে মানুষ ঘর থেকে বের হয়নি। চীফ হুইপ স্যার যেমন উন্নয়নের দিক থেকে শিবচরকে মডেলে রুপান্তরিত করেছেন তেমনি তার সঠিক দিক নির্দেশনায় এ উপজেলার করোনা সংক্রমন বর্তমানে অনেকাংশে কমে এসেছে।