শিবচরে বিনামূল্যে ৫ শ রোগী পেলো চোখ ও ডায়াবেটিস রোগের চিকিৎসা

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির ও মো: আবু জাফর :
শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫ শ রোগী বিনামূল্যে চোখ ও ডায়াবেটিস রোগের চিকিৎসা পেয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ক্যাম্পেইন উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
জানা যায়, শনিবার উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে কুতুবপুর ও কাদিরপুর ইউনিয়নের মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও চক্ষু পরীক্ষার আয়োজন করে শিবচর ডায়াবেটিক সমিতি। এদিন সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুই ইউনিয়নের ২ শ রোগীর চক্ষু পরীক্ষা ও ৩ শ রোগীর ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এদিন রোগীদের ডায়াবেটিস পরীক্ষার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে গ্লোকুমিটার বিতরন করা হয়। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।