শিবচরে বিনামূল্যে ৪ শ রোগী পেল চোখ ও ডায়াবেটিক চিকিৎসা

মোহাম্মদ আলী মৃধা ও মো: আবু জাফর :
শিবচরে বিনামূল্যে ৪ শ রোগী পেল চোখ ও ডায়াবেটিক রোগের চিকিৎসা। শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রত্যন্ত এলাকার রোগীদের ব্যবস্থাপত্র প্রদান শেষে ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এসময় শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা যায়, শিবচর ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার দিনব্যাপী উপজেলার মুন্সি কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে চোখ ও ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন কাদিরপর ইউনিয়নের প্রায় ৪ শ রোগীর ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এদিন রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধও প্রদান করা হয়। এ পর্যন্ত শিবচর ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ৯ টি ক্যাম্পেইন এর মাধ্যমে উপজেলার ১৫ টি ইউনিয়নের প্রায় ৪ হাজার রোগীকে বিনামূল্যে ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ঔষুধ প্রদান করা হয়েছে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নি প্রমূখ উপস্থিত ছিলেন।