শিবচরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

শিব শংকর রবিদাস ও কমল রায় :
শিবচরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন মেলার উদ্বোধন করেন। পরে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ১২ টি স্টল বসিয়ে বিভিন্ন কৃষিপন্য প্রদর্শন করা হচ্ছে।
জানা যায়, “মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমূখ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্ত্বর প্রদক্ষিন শেষে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।