শিবচরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন

শিবচর বার্তা ডেক্স :
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শিবচরে জাতীয় মৎস সপ্তাহ-২০২৩ উদযাপন করা হয়েছে। এসময় উপজেলার সফল মৎস চাষী হিসেবে ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।
জানা যায়, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কার্প মিশ্র ও দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে সাফল্য অর্জন করায় মৎস চাষী ওসমান গনি, খাঁচায় মাছ চাষে সাফল্য অর্জন করায় মাসুদ হাওলাদার ও কার্প মিশ্র চাষে সাফল্য অর্জন করায় মোস্তফা খলিফাকে পুরস্কার প্রদান করা হয়। পরে বিল পদ্মা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচীগুলোতে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম প্রমূখ উপস্থিত ছিলেন।