শিবচরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিবচর বার্তা ডেক্স :
মাদারীপুরের শিবচরে ড্রেজারের মাধ্যমে উত্তোলনকৃত বালু রাখার জায়গায় জমে থাকা পানিতে ডুবে হামিম(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের শুক্কুর হাওলাদারকান্দি গ্রামে দূর্ঘটনাটি ঘটে। নিহত হামিম ওই গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পেছনেই ড্রেজার দ্বারা উত্তোলনকৃত বালু রাখার জায়গায় বৃষ্টির পানি জমে ছিল। শিশু হামিম খেলতে গিয়ে পরিবারের সকলের অলক্ষ্যে ওই পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খুঁজতে থাকে। দীর্ঘসময় পরে বাড়ির পেছনের পানিতে হামিমকে অচেতন অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশু হামিমের প্রতিবেশী মো. জয়নুল বলেন,’বালু রাখার জায়গায় বৃষ্টির কারণে প্রায় হাটু সমান পানি জমে আছে। স্থানীয় শিশুকিশোররা ওই পানিতে বিভিন্ন সময় খেলাধুলাও করে। দুপুরের কোন এক সময় হাটতে হাটতে ওখানে গেলে হয়তো পা পিছলে পড়ে যায় হামিম। খোঁজাখুঁজির অনেকক্ষণ পড়ে পানি থেকে ভাসমার অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান,’ পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।