শিবচরে এ পর্যন্ত করোনার টিকা গ্রহন করেছে শতাধিক, রেজিস্ট্রেশন করেছে ৬শ ৩৫ জন

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে করোনা ভাইরাস প্রতিরোধক টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত ১ শ ১৬ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্র্মী, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পুলিশ সদস্যকে টিকাদানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয় । এরপর থেকে প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার সন্ধা পর্যন্ত টিকা গ্রহনের জন্য ৬ শ ৩৫ জন রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে প্রথম দিন রবিবার ৮ জন, সোমবার ১৮ জন ও মঙ্গলবার ৯০ জনসহ ১ শ ১৬ জনকে টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, আমাদের এ টিকাদান কার্যক্রম প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলমান রয়েছে। প্রথম দিন থেকে টিকা গ্রহনকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনকৃত সকলকেই টিকা প্রদান করা হবে।