শিবচরে আরতী প্রতিযোগিতায় রুপার ধুপতি ও প্রদীপ জিতলো শ্যামল ও জ্যোতি

মিঠুন রায় ও কমল রায়ঃ
শারদীয় দূর্গাৎসব উপলক্ষে মাদারীপুরের শিবচরে আরতী প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আরতী প্রতিযোগিতায় পুরুষ দলে প্রথম স্থান অর্জন করে রুপার ধুপতি পুরস্কার পেয়েছে শ্যামল চক্রবর্ত্তী এবং নারী দলে আরতী প্রতিযোগিতায় প্রথম হয়ে রুপার প্রদীপ পুরস্কার পেয়েছে জ্যোতি বিশ^াস। অনুষ্ঠানের প্রধান অতিথি শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
জানা যায়, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শিবচর পৌরসভার সার্বজনীন শ্রী শ্রী কালি বাড়ি মন্দিরে বুধবার রাতে পুরুষ ও নারী দলের ধুনছি আরতী নাচ প্রতিযোগিতা, উলু ধ্বনী প্রতিযোগিতা, শঙ্খ ধ্বনী প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙ্গা, শিশু ধুনচি, নাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ধুনচি নাচে প্রথম স্থান অর্জন করে শ্যামল চক্রবর্ত্তী ও ২য় স্থান অর্জন করে তুষার সাহা, নারী দলের ধুনচি নাচে প্রথম হয়েছে জ্যোতি বিশ^াস ও ২য় স্থান অর্জন করে সিমা শীল, উলু ধ্বনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিমা শীল ও ২য় হয়েছে দিপু চক্রবর্ত্তী, শঙ্খ ধ্বনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে অর্পনা সাহা ও ২য় স্থান অর্জন করেছে সম্পা সাহা, হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিমা শীল ও ২য় হয়েছে সম্পা সাহা, শিশু ধুনচি নাচে প্রথম হয়েছে সূর্য্য ঘোষ ও ২য় হয়েছে অংকন চক্রবর্ত্তী, নাচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে অন্বেষা অধিকারী ও ২য় স্থান অর্জন করেছে সকাল মনি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় প্রেস ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, পৌর কাউন্সিলর অহিদুজ্জামান শাকিল খান, সার্বজনীন শ্রী শ্রী কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি বাসুদেব অধিকারীসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।