শিবচরের রেডজোনের নিম্ন বিত্তদের মাঝে চীফ হুইপ লিটন চৌধুরীর পক্ষ থেকে খাবার সহায়তা বিতরন

রিফাত ইসলাম ও কমল রায় :
শিবচরের রেডজোনে বসবাসরত নিম্ন বিত্ত ও স্বল্প আয়ের মানুষের মাঝে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে চাল বিতরন করা হয়েছে। গত বুধবার থেকে শিবচরকে ৩টি জোনে ভাগ করে লকডাউন বাস্তবায়ন হচ্ছে ।
জানা যায়, শুক্রবার সকাল থেকে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচর পৌরসভার ওয়ার্ডগুলোতে প্রায় ১৪ শ নিন্ম আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান এ কর্মসুচীর উদ্বোধন করেন। এছাড়াও রেডজোনঘোষিত ৮ ইউনিয়ন ও ইয়োলো জোন ঘোষিত ৪ ইউনিয়নসহ উপজেলাজুড়ে ১৪ হাজার নিম্ম আয়ের পরিবারের মাঝে ও সহস্রাধিক পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরন করা হয়েছে।
শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন জানান, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মহোদয়ের পক্ষ থেকে রেড জোনের নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে খাবার সহায়তা শুরু হয়েছে।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সতর্কতার সাথে প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ রইলো ।