শিবচরের মৎসজীবি বিনয় মালো পেলেন জাতীয় মৎস পদক

শিবচর বার্তা ডেক্স :
মাছের গুনগতমানের পোনা উৎপাদনের স্বীকৃতি স্বরুপ শিবচরের মৎসজীবি বিনয় মালো জাতীয় মৎস পদক পেয়েছেন।
জানা যায়, জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে গত ২৪ জুলাই গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে মৎস সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে এদিন ৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক, ৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্যপদক ও ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ব্রোঞ্জপদক প্রদান করা হয়। মাছের গুনগতমানের পোনা উৎপাদন ও কর্মসংস্থাপন সৃষ্টির মাধ্যমে মৎসচাষ সম্প্রসারনে গুরুত্বপূর্ন অবদান রাখায় শিবচরের মৎসজীবি বিনয় মালোকে জাতীয় মৎস পদক ২০২২ এ ব্রোঞ্জ পদক ও নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ড. মো. ইয়ামিন চৌধুরী স্বাগত বক্তৃতা করেন। এরপর ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন উপলক্ষে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
বিনয় মালো ২০২১ সালে তার খামারে ৪.৫ হেক্টর জলায়তন বিশিষ্ট ৩২ টি পুকুরে রুই জাতীয়সহ পাঙ্গাস ও পুটি মাছের মোট ৩৬.৫০ লক্ষ পোনা উৎপাদন করেন। তিনি এ খাতে মূল্যায়ন বছরে ৭৩ লক্ষ টাকা বিনিয়োগ করে বছরান্তে ১২৭.৭৫ লক্ষ টাকা আয় করেন। খামারটিতে ২৮ জন জনবলের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১২ জন দক্ষ ও ১২ জন প্রশিক্ষন প্রাপ্ত।