রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে শিবচরে ব্যবসায়ীদের সাথে পৌর মেয়রের সভা, কঠোর হুসিয়ারী

মো: হাসান মোল্লা :
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে শিবচরে ব্যবসায়ীদের সাথে পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে কঠোর হুসিয়ারী দিয়েছেন পৌর মেয়র।
জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে শিবচর পৌর বাজারের ব্যবসায়ীদের সাথে পৌর মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কোন ব্যবসায়ী বেশি দামে বিক্রি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষনা দেন পৌর মেয়র। পবিত্র রজমান ও ঈদে ব্যবসার পাশাপাশি সেবার মনোভাব নিয়ে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার আহব্বান জানান তিনি। গার্মেন্টস, জুতা, কসমেটিক্স ব্যবসায়ীদেরও সিমীত লাভের আহব্বান জানান তিনি। মাছ, মাংস, ডিমসহ নিত্য প্রয়োজনীয় পন্যমূল্য টানানোর সিদ্ধান্ত হয়। পৌরসভার পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় ব্যবসায়ী নের্তৃবৃন্দও সরকার নির্ধারিত মূল্যে পন্য বিক্রির আশ্বাস দেন। এসময় ব্যবসায়ী নের্তৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, প্রেসক্লাব নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।