মা ডেকে এক নারীর প্রায় ২ ভরি স্বর্নালংকার বাগিয়ে নিলো প্রতারক চক্র

শিবচর বার্তা ডেক্স :
মা ডেকে সাদা কাপড়ে মোড়ানো একটি প্যাকেট হাতে দিয়ে শিবচরে প্রতারনার মাধ্যমে এক গৃহবধূর স্বর্নালংকার বাগিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী শিবচর থানায় অভিযোগ দায়ের করেছেন। বাজারের কয়েকটি সিসিটিভিতে প্রতারকদের এই প্রতারনার দৃশ্য দেখা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের সেকেন্দার আলী মোড়লের স্ত্রী রাশিদা বেগম গত শুক্রবার সকালে তার মেয়ে জামাই বাড়ি পৌরসভার ডিসি রোড এলাকায় যাচ্ছিল। টিএন্ডটি মোড় থেকে পায়ে হেঁটে ডিসি রোডে যাওয়ার সময় অপরিচিত দুই যুবক প্রথমে তাকে পিছন থেকে ডেকে রাস্তার পাশে দাঁড় করিয়ে নিজের মায়ের মত দেখা যায় বলে পরিচিত হওয়ার চেষ্টা করে। পরে ওই গৃহবধূ ওদের কাছ থেকে সামনের দিকে অগ্রসর হলে ওই দুই যুবক আবারো তাকে ডেকে দাঁড় করিয়ে নিজের মা অসুস্থ্য বলে জানায়। এক যুবক তাকে একটি সাদা কাপড়ে মোড়ানো প্যাকেট দেখিয়ে বলে আমার মা অসুস্থ্য তাই তার চিকিৎসার টাকার জন্য স্বর্নালংকার বিক্রি করবো। কিন্তু স্বর্নকারের দোকান আমরা চিনি না আপনি যদি একটু দেখিয়ে দিতেন বা সাথে করে নিয়ে যেতেন তা হলে খুবই উপকার হতো। প্রতারনা বুঝতে না পেরে গৃহবধূ রাশিদা বেগম তাদের উপকার করতে রাজি হলে ওই সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটটি রাশিদা বেগমের হাতে দেয় প্রতারক দুই যুবক। এরপর রাশিদা বেগম অনেকটাই ওই দুই যুবকের আজ্ঞাবহ হয়ে যায়। রাশিদা বেগমকে স্বর্নকারপট্টি সংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিয়ে প্রতারক দুই যুবক তার গলা থেকে প্রায় দেড় ভরি ওজনের স্বর্নের চেইন ও ৫ আনা ওজনের কানের দুল যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে রাশিদা বেগম স্বজ্ঞানে ফিরলে ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পারে। এ ঘটনার পরদিন শনিবার রাশিদা বেগমের স্বামী সেকেন্দার আলী মোড়ল শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।