মাদারীপুর-১ শিবচর : আওয়ামী লীগ প্রার্থী চীফ হুইপ লিটন চৌধুরীসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা

শিব শংকর রবিদাস, মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও মো: আবু জাফর :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে সংসদ সদস্য পদে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক গত ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, জাকের পার্টির প্রার্থী মাসুদ শিকদার, বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী তোফাজ্জেল হোসেন খান, জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিকীসহ ৪ প্রার্থী জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী, জাকের পার্টির প্রার্থী মাসুদ শিকদার ও বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী তোফাজ্জেল হোসেন খান এর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান। এসময় আয়কর রিটার্ন নথি না থাকার কারনে আয়কর রিটার্ন নথি জমা প্রদানের সময় দিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিকীর মনোনয়নপত্র স্থগিত রাখার ঘোষনা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।