আওয়ামীলীগে মাদারীপুর-১ এ একক প্রার্থী লিটন চৌধুরী, মাদারীপুর-২ ও ৩ আসনে ৯ প্রার্থী

শিবচর বার্তা ডেক্সঃ
মাদারীপুর-১ ছাড়া মাদারীপুরের ২টি আসনে শুরু হয়েছে আওয়ামীলীগের কেন্দ্রীয় হেভিওয়েট নেতাদের মনোনয়ন যুদ্ধ। মাদারীপুর জেলার তিনটির মধ্যে ২টি সংসদীয় আসনে এবার গত নির্বাচনের চেয়ে বেশি প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। শুধুমাত্র শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনে জাতীয় সংসদের চীফ হুইপ নূরে-ই-আলম চৌধুরী একক প্রার্থী । এছাড়া মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ সংসদীয় আসনে আওয়ামীলীগের একাধিক হেভিওয়েট প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ৭ম বারের মতো মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ৬ বারের সংসদ সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী । মাদারীপুর-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চার জন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
মাদারীপুর-৩ আসনে সবচেয়ে বেশি পাঁচজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া, সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ভাই ডাঃ সৈয়দ আবুল হাসান।