মাদারীপুরে নতুন শনাক্ত ৭ জনের ৬ জনই ইমামের সংস্পর্শে আসা

মাদারীপুর প্রতিনিধি ঃ
মাদারীপুরের রাজৈর কোনো উপসর্গ ছাড়াই নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জনই করোনায় আক্রান্ত এক ইমামের সংস্পর্শে আসায় আক্রান্ত হন। বাকি একজন ঢাকা ফেরত। এ তথ্য নিশ্চিত করেন রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল।
নতুন আক্রান্ত ৭ জনই পুরুষ। এদের মধ্যে ৬ জনই রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। এ ৬ জনের মধ্যে দুজন বাবা-ছেলে রয়েছেন। তারা একটি মামলার পলাতক আসামি। বর্তমানে তাদের খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। একজন রাজৈর পৌরসভার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে নিজ এলাকায় এসে স্বেচ্ছায় নমুনা দেন।
এ নিয়ে জেলায় আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ৪৮। এর মধ্যে রাজৈর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ জনে। এছাড়াও শিবচরের আক্রান্ত ২৩ জনের মধ্যে মারা গেছেন দুজন। বাকি ১১ জনের ১০ জন সদর উপজেলায় ও একজন কালকিনি উপজেলার বাসিন্দা।
রাজৈর উপজলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, গত ৩ মে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের একটি মসজিদের ২৬ বয়সী এক ইমাম জ¦র, ঠান্ডা ও গলা ব্যথা নিয়ে নিজ বাড়ি ফরিদপুরে যান। যাওয়ার পথে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি করোনা টেস্টের নমুনা দেন। একদিন পরে আসা প্রতিবেদনে ওই ইমাম করোনায় শনাক্ত হয়। এরপরেই রাজৈর উপজেলায় তার কর্মস্থল মসজিদের আশেপাশে থাকা অন্তত ৫০টি বাড়ি বিশেষায়িত লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে ওই ইমামের সংস্পর্শে আসা ৪৭ জনকে চিহ্নিত করে স্বাস্থ্য বিভাগ। পরে তাদের বাড়িতে কোয়ারেন্টিন করে রাখা হয়। ৪৭ জনের মধ্যে গত ৫ মে ২৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৬ জনের পজিটিভ ও ২৩ জনের নেগেটিভ প্রতিবেদন আসে।
জানতে চাইলে রাজৈর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, ‘জেলার হট স্পর্ট হতে চলেছে রাজৈর উপজেলা। এখানে ক্রমশই করোনা শনাক্ত বাড়ছে। শুক্রবার নতুন ৭ জনের মধ্যে ৬ জন এক ইমামের সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছে। কারণ, ওই ইমাম দিনে ৫ বার মসজিদে নামাজ পড়িয়েছিলেন। তার সাথে অনেকেই এক সাথে বসে নামাজ আদায় করেছেন। ইমামের কাছাকাছি থাকায় তার মাধ্যমেই সংক্রমণ ছড়ায়। ওই এলাকা থেকে আমরা আরও নমুনা সংগ্রহ করছি। এমনকি নতুন আক্রান্তদের দ্বারা কন্ট্যাক্ট ট্রেসিংয়েরও কাজ শুরু করেছি আমরা।’
তিনি আরো বলেন, ‘ওই ইমামের করোনা শনাক্ত নিশ্চিত হওয়ার পরে আমরা তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের খোঁজ করতে ও তাদের মোবাইল নম্বর সংগ্রহ করতে ২৫নং লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহাজাদা পারভেজকে ওই এলাকায় পাঠানো হয়। এ সময় গ্রামবাসী তার ওপর হামলা চালিয়ে বেধরক মারধর করে। এতে তিনি মারাত্মক আহত হন। তারই করা মামলায় আসামি নতুন আক্রান্ত ৬ জনের দুজন বাবা-ছেলে।’
এ সম্পর্কে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জানান বলেন, ‘গত বুধবার ওই শিক্ষকের ওপর হামলা হলে বৃহস্পতিবার তিনি ৮ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর থেকেই নতুন আক্রান্ত বাবা-ছেলে এলাকায় গা ঢাকা দিয়েছেন। আমরা তার বাড়িতে পুলিশ পাঠিয়েছি এবং তার বাড়িতে জানিয়েছি আমরা তাকে গ্রেপ্তার করবো না। তিনি যেন নিজে বাঁচতে ও অন্যকে বাঁচতে স্বেচ্ছায় বাড়িতে চলে আসেন। না হলে সবার বিপদ বাড়বে।’
সিভিল সার্জন কার্যালয়েল সূত মতে, গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৮৭৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৭৪৯ জনের প্রতিবেদন পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় ৯৪ জনের প্রতিবেদন আসে। এর মধ্যে ৭ জনের পজিটিভ ও ৮৭ জনের নেগেটিভ। জেলায় চিকিৎসাধীন আছেন ১৪ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।