মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত ! করোনা ভাইরাসের আতংক কাটিয়ে পদ্মা সেতু,নদী শাষন ও রেল লাইনে চীনের শত শত কর্মরতদের সাথে মিলেমিশে কাজ করছে বাংলাদেশীরা, ভ্রাতৃপ্রতিম স্থানীয়রা

শিবচর বার্তা ডেক্স :
করোনা ভাইরাস আতংকে চীনকে নিয়ে যখন গোটা বিশ^ই থমকে গেছে। চীনের স্বজনদের সান্নিধ্য পেতে খোদ ওই দেশে তাদের স্বজনরাও দুরে থাকলেও পদ্মা সেতু ও সংযুক্ত রেল লাইন প্রকল্পে কর্মরত শত শত চীনের শ্রমিকদের সাথে ভ্রাতৃপ্রতিম পরিবেশে মিলেমিশে কাজ করছে বাংলাদেশী শ্রমিকরা। শুধু কর্মরত শ্রমিকরাই নয় মাদারীপুরের শিবচরের স্থানীয়রাসহ সংলগ্ন প্রকল্পগুলোর এলাকাবাসি অনেকটা পরিবারের সদস্যদের মতোই আচরন করছেন আমাদের দেশের উন্নয়নে কাজ করা চীনের কর্মরতদের সাথে। স্বজনদের এমন বিপর্যয়েও চীনের শ্রমিকদের দিনরাত নিরলস পরিশ্রম নজর কাড়ছে স্থানীয়দের।
সরেজমিন একাধিক সূত্রে জানা যায়, চীনের করোনা ভাইরাস আতংকে এখন সারাবিশ^ই আতংকিত। চীন বা তাদের নাগরিকদের নিয়ে ভয় আতংক বিশে^র সর্বত্রই। চীনের স্বজনদের সান্নিধ্য পেতে খোদ স্বজনরাও দুরে থাকছে এমন দৃশ্য কাদিয়েছে বিশে^র বহু প্রান্তের বহু মানুষকেও। এমন বিপর্যয়কর পরিস্থিতির মাঝেও পদ্মা সেতু ও সংযুক্ত রেল লাইন প্রকল্পে কর্মরত শত শত চীনের নাগরিকদের সাথে ভ্রাতৃপ্রতিম পরিবেশে কাধে কাধ মিলিয়ে কাজ করতে দেখা গেছে। বাংলাদেশি শ্রমিকরা ও চীনের শ্রমিকরা দিনরাত মিলেমিশে কাজ করছেন প্রকল্পগুলোতে। চীনে স্বজনদের এমন বিপর্যয়েও চীনের শ্রমিকদের বাংলাদেশের উন্নয়নে দিনরাত নিরলস পরিশ্রম নজর কাড়ছে । পদ্মায় মূল সেতু, রেল লাইন ও নদী শাষনে নিয়োজিত চীনের নাগরিকদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয়রাও। বাজার, দোকান, বাড়ি ঘরে স্থানীয়রা আগের মতোই আচরন করছেন তাদের সাথে। আতংক বা ভয়কে দূরে সরিয়ে শিবচরের স্থানীয়রাসহ সংলগ্ন প্রকল্প এলাকার এলাকাবাসির আচরনে বিমোহিত সকলেই। যা আমাদের দেশের উন্নয়ন প্রকল্প দ্রুত অগ্রসরে এমন পরিস্থিতির মাঝেও বড় ধরনের ভূমিকা রাখছেন। শত শত চীনের নাগরিক প্রকল্প এলাকায় কর্মরত ও বসবাস করছেন।
পদ্মা সেতু রেল লাইনে কর্মরত বাংলাদেশী শ্রমিক বলেন, আমরা চায়না শ্রমিকদের নিয়ে প্রথম প্রথম অনেক ভয় পেতাম যে করোনা ভাইরাস আছে কিনা। তবে ওরাতো আমাদের দেশের উন্নয়নেই কাজ করছে ভেবে এখন আর ভয় পাইনা। বন্ধুর মতই মিলেমিশে একই সাথে খাওয়া-দাওয়া করি ও ঘুমাই।
আরেক শ্রমিক বলেন, কয়েকদিন আগে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা চিকিৎসক এনে চায়না সকল শ্রমিকদের পরীক্ষা করিয়েছে। কারো মধ্যে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
স্থানীয় বারেক হাওলাদার বলেন, চীনে করোনা ভাইরাসে অনেক মানুষের মৃত্যু হয়েছে। আমাদের এখানে পদ্মা সেতু, রেল লাইনসহ বিভিন্ন প্রকল্পে যারা কর্মরত আছে তাদের অনেকেরই পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছে। তবু তারা আমাদের এখানে কাজ করে যাচ্ছে। আমরাও তাদের সাথে এমনভাবে মিশি যেন তারা পরিবারের সদস্যদের কথা ভুলে থাকে।
মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। চীনের বহু নাগরিক আমাদের এখানে কাজ করছে এবং চীনের সহযোগিতায় অনেকগুলো প্রকল্প চলছে। পদ্মা সেতুসহ মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রাধিকার প্রকল্প রয়েছে সেখানে চীনা নাগরিকরা কাজ করে আমাদের সহযোগিতা করছে। বলা যায় আমরা এখনো নিরাপদ আছি কারন বাংলাদেশের কোন নাগরিক এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। চীনা নাগরিক যারা আছে তারাও কেউ আক্রান্ত নয়। তাই কোন ভয় নেই। চীনা নাগরিক যারা বাংলাদেশে কাজ করছে তাদের সাথে বাংলাদেশী নাগরিকরা মিলেমিশে কাজ করছে। আসলেই এটা একটি উজ্জল দৃষ্টান্ত যে করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে সবাই মিলেমিশে কাজ করছে।