বিজয়ের ৫২ বছর পূর্তীতে শিবচরে ৫২ টি বৃক্ষ রোপন

মিশন চক্রবর্ত্তী :
বিজয়ের ৫২ বছর পূর্তী উপলক্ষে শিবচরে ৫২ টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন কর্মসূচী শুরু করেছে গ্রীন এন্ড ক্লিন শিবচর নামের একটি সামাজিক সংগঠন।
জানা যায়, স্বাধীনতা অর্জনের ৫২ বছর পূর্তী উপলক্ষে রবিবার সকালে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের লিটন চৌধুরী সেতুর পার্শ্ব সড়ক ও পৌর ভবন সংলগ্ন ময়নাকাটা নদীর উপর নির্মিত সেতুর উভয় প্রান্তের সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছের চারা রোপনের আয়োজন করে গ্রীন এন্ড ক্লিন শিবচর নামের একটি সামাজিক সংগঠন। এদিন ৫২ টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। এসময় শিবচর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী রেজা খান পলাশ, পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার হাসান খান রানা, সংগঠনের সভাপতি ও সরকারী বরহামগঞ্জ কলেজের ভিপি নাহিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।