বঙ্গবন্ধু হত্যার পর আমার আব্বা হুলিয়া নিয়ে পলাতক অবস্থায় মোসলেমউদ্দিন খানকেই পাশে পেয়েছিলেন-চীফ হুইপ

শিব শংকর রবিদাস, মোঃ মনিরুজ্জামান মনির,মোঃ আবু জাফর, মোঃ মোস্তাফিজুর রহমানঃ
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, আমি তখন ছোট। আমার পরিবার ভারতের বর্ডার পাড় হয়ে যাওয়ার পর শিবচরে যে মানুষটিকে আমার পরিবার প্রথম পেয়েছে তিনি হলেন মোসলেম উদ্দিন খান। তাকেই আমার পিতা দায়ীত্ব দিয়েছিলেন বর্ডার থেকে আমাদের নেয়ার জন্য। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পরে আমার আব্বার নামে যখন হুলিয়া জারি করা হয় তখন আব্বা বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াতেন সেই সময় একমাত্র মোসলেম চাচাকেই আব্বা সাথে রাখতেন। তিনি আব্বাকে সব সময় সঙ্গ দিয়েছেন। আমার আব্বার মৃত্যুর পর রাজনীতি, ব্যবসা বানিজ্য সব দিকে মোসলেম চাচা এবং শাজাহান মোল্লা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। শিবচর পৌরসভা যখন গঠন হয় তখন শিবচরের সকল নেতা এক বাক্যে তাকে প্রথম প্রশাসকের দায়ীত্ব দিতে প্রস্তাব করেছিল। তাই প্রশাসকের দায়ীত্ব দিয়েছিলাম। বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম উদ্দিন খানের(৮২) স্মরনে শনিবার দুুপুরে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় কার্যালয়ে স্মরনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিকেলে চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে পারিবারের আয়োজনে মিলাদ মাহফিলে স্বপরিবারে চীফ হুইপ অংশগ্রহন করেন । আলোচনা সভায় চীফ হুইপসহ বক্তারা এই বীর মুক্তিযোদ্ধার বর্নাঢ্য জীবন নিয়ে আলোকপাত করেন। এরপর মরহুমের কবর জিয়ারত করেন চীফ হুইপ। স্মরনসভায় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম উদ্দিন খান গত সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।